যমুনা অয়েল কোম্পানী লিমিটেড, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)’র সাবসিডিয়ারী প্রতিষ্ঠান হিসাবে সারাদেশে জ্বালানি পন্য (পেট্রোল, অকটেন, কেরোসিন, ডিজেল, ফার্ণেস অয়েল, জুট ব্যাচিং অয়েল এমটিটি, বিটুমিন ও এলপিজি) মজুদ, সংরক্ষণ ও ফিলিং ষ্টেশন, এজেন্ট, প্যাক্ড পয়েন্ট ডিলার, এলপিজি ডিলার, মেরিন ডিলার দ্বারা শক্তিশালী নেটওয়ার্কের মাধ্যমে এবং সরাসরি বিভিন্ন ক্রেতাদেরকে সরকার নির্ধারিত মূল্যে বিপণন করে সেবা প্রদান করে থাকে। যমুনা অয়েল কোম্পানী লিমিটেড, বাংলাদেশে বিশ্বমানের মবিল ব্র্যান্ডের লুব্রিকেন্ট এবং গ্রিজ ছাড়াও নিজস্ব যমুনা ব্র্যান্ডের লুব অয়েলও বাজারজাত করে থাকে।